আত্মউন্নয়ন অনুশীলন

সময় উড়ে যায় ইচ্ছে গুলি থমকে থাকে

সময় উড়ে যায়।
সময় উড়ে যায়।

সময় উড়ে যায় ইচ্ছে গুলি থমকে থাকে। সময় শেষ হয়ে যায় চাওয়া গুলি একেই যায়গায় আটকে থাকে।
এর কারণ সময়ের গুরুত্ত আর নিজের চাওয়ার প্রবল ইচ্ছে।

সময় উড়ে যায়। আমি চাই। আমি পারব। আমি করব বলেই দিন বছর কখন পার হয়ে যায় আমরা বুজতে পারি না। সময়ের গুরুত্ব যদি আগে বুজতাম।
ছাত্র জীবনে কত সময় নষ্ট করেছি এখন খুব আফসোস হয়। এখন বুজতে পারি খুব সামান্য করেও যদি নিজেকে নিয়ে ভাবতাম।

একটু তাকিয়ে দেখতাম নিজের দিকে আহা।
আমি আমার চেয়ে পরকে নিয়ে ভাবনা গুলি বেশি ছিল। তাই স্বাভাবিক ভাবে গুরুত্ত তাদের দিতাম। এভাবেও নিজেকে নিয়ে আর ভাবা হয় নি। আসলে অন্যকে খুশি করতে যাওয়া নেহাত পাগলামো। কেউ যেন অখুশি না হয় ,ঠিক আছে কিন্তু খুশি করার জন্য উঠে পড়ে লাগা নিতান্তই বোকামি ছাড়া কিছুই না।

আলহামদুলিল্লাহ আজকে চব্বিশ- ২৪ (চতুর্বিংশ) দিন
২৯/৫/২২
Day twenty Four
Morning Goal 4.30 am

ads