আত্মউন্নয়ন অনুশীলন

অভ্যাসের পরিবর্তন করে সফল আমি

আজকেই এর সমাপ্তি ছিল
আজকেই এর সমাপ্তি ছিল
অভ্যাসের পরিবর্তন করে সফল আমি
একটা অভ্যাসের পরিবর্তন চেয়েছিলাম। নিজেকে নতুন করে ভাবতে দেখতে। কারণ আমার প্রয়জন ছিল। আমার দরকার ছিল নিজেকে নতুন করে দেখতে।
আজকেই এর সমাপ্তি ছিল। আলহামদুলিল্লাহ।
আমি কি শিখলাম এই এক মাসে।
আমি চেয়েছিলাম , নিজের একটা অভ্যাসের পরিবর্তন হোক.আমি চেয়েছিলাম আমার শরীর এবং মন নতুন একটা কাজের সাথে নিজেকে মানিয়ে নিতে শিখুক। আমার চাওয়াকে পূর্ণতা দিতেই ,নিজেই নিজেকে জোর করেছি।
হুমম পেরেছি অভ্যাস তৈরী করতে।
কিন্তু খুবই অবাক হয়েছি নিজেকে নতুন করে দেখতে। নিজেকে নতুন করে ভাবতে। পরিবর্তন এসেছে নিজের আত্মবিশ্বাসের। এতদিন পর মনে হল , আমি কি করতে পারি। আমি আমাকে একদম নতুন করে চিন্তা ভাবনা গুলি গুছিয়ে ফেলতে ভীষণ রকম সাহায্য করেছে। এই যেন মেঘ না চাইতে অনেক বৃষ্টি
আলহামদুলিল্লাহ আজকে – ৩০ দিন
৪/৬/২২
Day twenty Nine
Morning Goal 4.30 am

ads