আমি ভোরের পাখি। ভাবতেই ভালো লাগে। বলতেই শান্তি লাগে। কেমন একটা ভিতর থেকেই সুখ সুখ অনুভূতি কাজ করছে।
না এখনো আমি বলতে পারছি না আমি ভোরের পাখি হয়ে গেছি। কিন্তু দিন যে প্রায় ৩০ দিন ছুঁই ছুঁই।
তাহলে কি কোন উপকারেই আসল না এতদিনের চেষ্টা ?
হুম আসছে।
একেকটা রোগ সেড়ে উঠতে একেক সময় লাগে কারণ অনেক সময় রোগ একেই হলেও ,সেই রোগীর রোগ প্রতিরোগ ক্ষমতা কেমন , কেমন ডাক্তারের চিকিৎসা নিচ্ছি সেগুলো বিষয় বিবেচনায় আনতে হবে। হাহা
এতটুকু কথা বেশ আত্মবিশ্বাসের সাথে বলতে পারি শরীর এবং মন অনেকটাই জেনে গেছে তাকে কি করতে হবে। অভ্যাস গড়েছে কিনা বলতে পারছিনা কিন্তু এইটা বলতে পারি আগের নিয়ম ভাঙতে পেরেছে।
আলহামদুলিল্লাহ আজকে পঁচিশ – ২৫ দিন
৩০/৫/২২
Day twenty Five
Morning Goal 4.30 am
Add Comment