আত্মউন্নয়ন অনুশীলন

সকালে উঠা আর অভিযোগ দেওয়া

সকালে উঠা
সকালে উঠা

সকালে উঠা আর অভিযোগ দেওয়া

অভিযোগ করলে আসলে নিজের ভিতর রাগ বাড়ে।
যার প্রতি এই অভিযোগ থাকে তাকে ,
কখনোই আমরা পরিবর্তন করতে পারি না।
কিন্তু নিজেকে কন্ট্রোল করার বা একদম এপিট থেকে ওপিট নাটকীয় ভাবে পরিবর্তন করা সম্ভব।
কারো প্রতি অভিযোগ আমাদের কাজের এনার্জি কমিয়ে দেয়।

এই সমাজ কি ভালো ? ভালো না। ভাগ্যটাই খারাপ আমার ,বাজে একটা পরিবারে জন্ম হয়েছে।
আমি চোর কি শখে হয়েছি ? হয়নিত ,এই সমাজ, এই পরিবার আমাকে বাধ্য করেছে।
আমি কৃতজ্ঞ আমার বাবা মায়ের কাছে ,

আমি ছোটবেলা থেকেই দেখতাম আমার আসে পাশের অনেকেই বেশ ক্রিয়েটিভ ছিল ,
আর আমার পরিবারের কাছে আমি ঋণী ,যাদের জন্য আজকে এই অবস্থানে আমি আছি।

আসলে আমার আমি আজকে সবার কাছেই কৃতজ্ঞ।
আপনি বরাবরি জীবনে হেরে যাওয়া ,বিপথে যাওয়া মানুষের মুখে উপরের দুটি বাক্য শুনবেন
আর খুব কমন লাইন দুইটা নিচের ,
জীবনে সফল মানুষের মুখে অবশ্যই শুনবেন।

একেই পরিবারেই দুই ধরণের মানুষ থাকে একেই সমাজে হেরে যাওয়া আর সফলতার গল্প তৈরী হয়।
আসলে এই সব কিছুই হয় নিজের চেষ্টা আর নিজের ভিতরের প্রবল ইতিবাচক দৃষ্টিভঙ্গী থেকে।
কেউ কারো জন্য দায়ী থাকে না ,এইগুলা খুবি নিম্ন মানের অজুহাত মাত্র।

আজ সকালে ৪.৪০ উঠেছি। টনছিল ব্যথার সাথে শরীর ব্যথা করতেছিলো।
তাই এলার্ম বাজার সাথেই চোখ খুলেছে কিন্তু শুয়েই আছি ,
দশ মিনিট পর সাহেব ডাকে ,আমি খুশি হবার চেয়ে অবাক হয়েছি।

আমার জীবনে এই একটা মানুষ যে আমার ঘুমকে এতো যত্ন করে কল্পনার বাইরে।
সে জানে আমার দুর্বলতা ,ভালোলাগা ,ভালোবাসা এই একটা কাজেই।
আমার ঘুমের সামান্য ঘাটতি যেন না হয়, সে অফিসে যাবার সময় বাইরে তালা দিয়ে যায় ,তবুও আমায় ডাকে না।
আমার্ ঘুম অনেক গভীর , আর ঘুম নষ্ট হলে আমার খুব রাগ হত।

আমি প্রতিদিন নয় তবে প্রায় তার কাছে লজ্জিত হই, সরি বলি আর স্বপ্ন দেখি ,
দেখ আমি যেদিন ভোরে উঠব আমার জীবনের অনেক কিছুই পরিবর্তন আসবে।
সে মুসকি হাসে আর ভাবে আমি স্বপ্ন দেখেই যাই ,তা আর পূরণ হবার নয়।

সে আজ আমায় ডাকে। হাহা। আপনি যখন কোন কিছু প্রবলভাবে চাইবেন ,লক্ষ্য করবেন আশেপাশের পরিবেশ ,
প্রকৃতি আপনাকে বিভিন্ন ভাবে সাহায্য করছে।
আর নিজে কিছু করতে না চাইলে অজুহাতের পাহাড় দেখতে পারবেন।

আলহামদুলিল্লাহ আজকে সতেরো দিন
২২/৫/২২
Day Seventeen
Morning Goal 4.30 am

ads