অন্যের সাথে তুলনা করা
যখন মন ভাবতে শিখে আমি তার মতো নই কেন ?
তখন ব্রেইন বলে আমাকে দিয়ে কিছুই হবে না।
নিজের মনের কথা শুনতে হবে তাহলে নিজের মত করে স্বপ্নের পথে হেঁটে যাওয়া মোটেও জটিল লাগবে না।
যখন অন্যের সাথে তুলনা করা বন্ধ করতে পারা যায় ,তখন নিজেকে ফোকাস করা খুব সহজ হয়।
যখন কারো নাটকীয় জীবন নিয়ে নিজের কোন মাথা ব্যথা থাকবে না ,তখন নিজের ভুল গুলি খুঁজে বের করা শুধু সহজ নয় স্বচ্ছ হয়ে যায়।সিদ্ধান্ত নেওয়া তখনি কঠিন মনে হবে না। আমার কি করা উচিৎ ?নিজেকে ফোকাস করলেই বুজতে পারা যায় নিজের কত ভুল আর নিজের ঠিক কোন যায়গাটা পরিবর্তণ দরকার। জীবনে থামতে পারাটা খুব জরুরী। ইঁদুর দৌড় ভাল কোন ফলাফল বয়ে আনে না।
আমার মাথা সবসময় নিচু হয়ে থাকে ,কারণ আমি জানি মাথা উঁচু করে হাঁটা আর জোরে কথা বলার যোগ্যতা হয়নি ,
হবে না ,চাইনা কারণ এই সব মানুষিকতা অহংকার শেখায়। আর মানুষের অহংকার করার মতো কিছুই নাই এই দুনিয়ায়।
আমার অনেক ভুল আছে ,অনেক ভুল করেছি এখনো কিভাবে হাঁটছি আমি জানি না ,শুধু জানি নিজেকে বদলাতে হবে।
আলহামদুলিল্লাহ আজকে আঠারো দিন
২৩/৫/২২
Day Eighteen
Morning Goal 4.30 am
Add Comment