আত্মউন্নয়ন অনুশীলন

সকালে উঠার সুন্দর গল্প

আজকে সকালে
আজকে সকালে

সকালে উঠার সুন্দর গল্প

সকালে উঠার পর মনে হবে আমি সেই গল্পের রানী।সুন্দর গল্প শুধু গল্প নয়। সকালে উঠে গেলে নিজেই একটা সুন্দর গল্পের রচনা করা যায়। নিজেই নিজেকে সুন্দর করে দেখা যায়। সকালেও সেই স্নিগ্ধ বাতাস শেখায় কিভাবে একটা সুন্দর গল্পের রচনা করতে হয়।

আজকে সকালে মুষলধারে বৃষ্টি হয়েছে তবে সকাল সাড়ে পাঁচটায়। এইসময়ের মধ্যে আমি কিছুক্ষন বারান্দায় বসেছিলাম। কিছুটা সময় আজকে সকালে উঠতে দেরি হয়নি আসলে ইচ্ছা করেই শুয়ে ছিলাম। আবহাওয়া বেশ ভালো ছিল ,বৃষ্টি হবে জন্যই মনে হয় প্রচুর বাতাস ছিল। আমার বেডরুমের বারান্দার দরজা খোলা রাখলে এর স্বাদ গ্রহণ করা যায় পুরোটাই।

আমি উঠেছি আজকে ৪.৪৭ মিনিটে। আবহাওয়া দেখে লোভ সামলাতে পারিনি আগে কিছুক্ষন দাঁড়িয়েছিলাম।
নরমালি এল আসার পর মোটামুটি সাড়ে পাঁচটার আগে বাইরে যাইনা , এই সময়টাতে কিছু কাজ সেরে নেই।
আজকে বৃষ্টি আসবে জন্যই মনে হয় আগেই দাঁড়িয়েছিলাম। এইটা রহমত ছিল আল্লাহ রাব্বুল আলামিনের।
আলহামদুলিল্লাহ আজকে ষোল দিন

২১/৫/২২
Day Sixteen
Morning Goal 4.30 am

ads