আত্মউন্নয়ন অনুশীলন

সকালে উঠলেই বড়লোক হওয়া যায় ?

সকালে উঠলেই বড়লোক হওয়া যায়
সকালে উঠলেই বড়লোক হওয়া যায়
সকালে উঠলেই বড়লোক হওয়া যায় ?
হুম যায়ত। সেই সম্পদ চোঁখে দেখা যায় না। সেই সম্পদ শেষ হয় না। আজীবনের জন্য বড়োলোক হওয়া যায়।
আমরা সবাই বড়োলোক হতে চাই। টাকা রোজকার করা একটা নেশা হয়ত অনেকের। যার যত টাকা আছে আমরা তাদের রিচ ম্যান বলি। ইংলিশে আরেকটা শব্দ আছে ওয়েলথি রিচ ম্যান। রিচ ম্যান আর ওয়েলথি রিচ ম্যান এর মধ্যে প্রধান যে পার্থক্য তা হলো শুধুমাত্র টাকা দিয়ে বড়োলোক স্থায়ী নয় ,ভিতরে গুন্ না থাকলে যেকোন সময় সে ফতুর হতে পারে বা সম্ভাবনা থাকে। তাদের সম্পদ চোঁখে দেখা যায় , টাকা খরচে কমতে থাকে, এইভাবে একদিন শেষ হয়ে যায়।
আর ওয়েলথি রিচ ম্যান সবসময় বড়লোক থাকে। এর সম্পদ কখন ফুরায় না। অর্থাৎ সে ভিতরে এবং বাইরে বিশেষ গুনে গুনান্নিত থাকে।
টাকা থাকা একটা ক্ষেত্র মাত্র। সে জানে কিভাবে শরীর আর মনের দিক দিয়ে বড়োলোক থাকতে হয়।
তার এই সম্পদ চোঁখে দেখা যায় না। ধরা ছোঁয়া যায় না। শুধু অনুভব করতে হয় এর উপকারিতা আর কার্যকারিতা।
খরচ যত করবে এর সম্পদ বাড়তেই থাকে , কমে না শেষও হয় না।
যে ব্যক্তির মাঝে প্রোডাক্টিভ মর্নিং এর সু অভ্যাস থাকবে সে হলো ওয়েলথি রিচ ম্যান😁🥰
আলহামদুলিল্লাহ আজকে – ২৭ দিন
১/৬/২২
Day twenty seven
Morning Goal 4.30 am

ads