সকালে উঠার পর অনুভূতি
ঘুমথেকে সকালে উঠতে চাইলে ,এলার্ম বাজার সাথে সাথেই উঠে যেতে হবে। ঠিক আছে ,দুই মিনিট পর উঠি। এই মানুষিকতা যদি তৈরী হয় তাহলে ,এই দুই মিনিটেই আপনার স্বপ্ন চোখের সামনেই নিশ্চিহ্ন হতে দেখবেন। আপনি দেখবেন চোখ খুলেই সকাল দশটা বেজে গেছে।
সকালে উঠার পর অনুভূতি। আজকের সকাল ভীষণ মিষ্টি ছিল ,পিছন থেকে খুব বাতাস আসতেছিল।
আবহাওয়া এতো স্নিগ্ধ মনে হচ্ছে আমি কক্ষ বন্ধ করে সুখানুভুতিকে স্পর্শ করতে ছিলাম।
ভাল লাগছে ,ভীষণ ভালো লাগছে। সবচেয়ে ভালো লাগে কি জানেন ? যখন এই ক্যালেন্ডারে একটা সবুজ রং বেশী করি। এইযে কি আনন্দ। হাহা।
ক্যালেন্ডারের পাতাটা অর্ধেক সবুজ হয়েছে ,অপেক্ষায় আছি যেন কোন রেড কালার না পড়ে। নিজেকে নিজে পুরুস্কৃত করবো।
৪.৪৭ আমার ঘুম ভাঙছে। তবে আজকে আমি বারান্দায় দেরি করে গিয়েছি ,৬ টায়। নিচে তাকিয়ে দেখি কেউ নেই। গতকাল সাড়ে পাঁচটায় বারান্দায় গিয়েও দেখি রাস্তায় মানুষ হাটা চলা করছে ,কেউ চেয়ারে বসে পাখার বাতাস করছে। আসলে আজকে রাতে অনেক বাতাস ছিল , বৃষ্টি ভাব কিন্তু বৃষ্টি হয়নি তাই মানুষ আরামে ঘুমাচ্ছে মনে হয়।
সামান্য দূরেই একটা বস্তি চোঁখে পড়ে , তার সামনেই ভোরে উঠলেও দুই একজনকে হাঁটাচলা করতে দেখি। আজকের সকাল ভীষণ মিষ্টি ছিল ,পিছন থেকে খুব বাতাস আসতেছিল ,একদম .এলোমেলো বাতাসে উড়িয়েছি শাড়ীর আঁচল, কখন যেনো মেখে দিয়েছে এই দু’চোখে ভালবাসার কাজল ।।.
আলহামদুলিল্লাহ আজকে পনেরো দিন
২০/৫/২২
Day Fifteen
Morning Goal 4.30 am
Add Comment