সকালে উঠার তবুও চেষ্টা
সকালে উঠার জন্য কোন অজুহাত নাই। উঠতেই হবে। আমাকে ভোরের সাথে মিশতেই হবে। এইট ছিল আমার নিয়াত। যখন বাসার বাইরে যাওয়া হয় দৈনন্দিন রুটিনের ব্যাঘাত আসে। কিন্তু মন পড়ে থাকে নিজের করা রুটিনে। হয়ত এই অনুভূতি তৈরী হয়েছে এই কয়েকদিনের চেষ্টায়।
সকালে উঠার জন্য কোন অজুহাত নাই। উঠতেই হবে। আমাকে ভোরের সাথে মিশতেই হবে। এইট ছিল আমার নিয়াত। যখন বাসার বাইরে যাওয়া হয় দৈনন্দিন রুটিনের ব্যাঘাত আসে। কিন্তু মন পড়ে থাকে নিজের করা রুটিনে। হয়ত এই অনুভূতি তৈরী হয়েছে এই কয়েকদিনের চেষ্টায়।
আল্লাহরে আগামীকাল কি হবে জানি না আপডেট দিতে দেরি হয়ে গেল আজকে ছিল ২২দিন।
দুপুরের পরেই ননাশের বাড়ি গিয়েছিলাম। এই মাত্র বাসায় এসে ফ্রেশ হয়েই পেইজে বসছি।
আমি যখন যেখানে থাকি চেস্টা করি শতভাগ মনোযোগ সেখানে দিতে। হয়ত চাইলে আগেই লিখতে পারতাম কিন্তু আপা দুলাভাই আর ভাগ্নিদের সাথে কথা বলে কখন এতটা বেজে গেছে বুজতেই পারিনি।
তবুও চলবে ইনশাআল্লাহ। দোয়া রাখবেন
আলহামদুলিল্লাহ আজকে বাইশ দিন
27/5/22
Day twenty two
Morning Goal 4.30 am
Add Comment