আত্মবিশ্বাস কিভাবে তৈরী হয় ?
কাজে। হুম সত্যি বলছি। একটা কাজ আমি অনেক প্রবল ভাবে করতে চাইছি, এমন মানুষিকতা থেকে সে কাজের চেষ্টায় লেগে পড়া। ফলাফল যাই হোক একটা সময় পর নিজের ভিতর বিশ্বাস তৈরী হয়। আর এইটা খুবি দরকার জীবনে সফল হবার জন্য। আত্মবিশ্বাস অর্জন করা কোন রাতারাতি ব্যাপার নয়। একটা দীর্ঘ সময় ধরে চেষ্টা করতে হয়।
কাজে। হুম সত্যি বলছি। একটা কাজ আমি অনেক প্রবল ভাবে করতে চাইছি, এমন মানুষিকতা থেকে সে কাজের চেষ্টায় লেগে পড়া। ফলাফল যাই হোক একটা সময় পর নিজের ভিতর বিশ্বাস তৈরী হয়। আর এইটা খুবি দরকার জীবনে সফল হবার জন্য। আত্মবিশ্বাস অর্জন করা কোন রাতারাতি ব্যাপার নয়। একটা দীর্ঘ সময় ধরে চেষ্টা করতে হয়।
আমি ইনশাল্লাহ ৩০ দিনের পর আর রেকর্ড রাখব না আমার ফেসবুক পেইজে ,তবে এই কাজ চালিয়ে যাব যতদিন বেঁচে থাকব নিয়াত আছে। আপনার কাজ আপনার আত্মবিশ্বাস দিতে সাহায্য করে।
জীবনে কিছু করতে এই শব্দটার দরকার অনেক বেশি। চাইলেই আপনি এইটা ভিতরে ইনপুট করতে পারবেন না।
এইটা বাজারেও কিনতে পাওয়া যায় না। অর্জন করতে হয়।
কিভাবে করবেন নিজের ভিতর এই আত্মবিশ্বাস ?
কাজ শুরু করে দিতে হবে। এবং সেই কাজ সম্পর্কে পড়তে হবে। অন্যের উপর নির্ভর করা যাবে না। ক্রতজ্ঞতা বোধ থেকে নিজের তৈরী করা পথে নিজে হেঁটে যেতে হবে।
আলহামদুলিল্লাহ আজকে – ২৬ দিন
৩১/৫/২২
Day twenty Six
Morning Goal 4.30 am
Add Comment