আত্মউন্নয়ন অনুশীলন

সম্পদ গড়ার কৌশল বই রিভিউ

সম্পদ গড়ার কৌশল
সম্পদ গড়ার কৌশল

সম্পদ গড়ার কৌশল

আমি আমার মত করে লিখি। শুরু থেকেই বইয়ে অনেক সফল মুসলিম উদ্যোক্তার সাক্ষাৎকার নেওয়া হয়েছে।
উনারা নিজেদের মত করে নিজের বিজনেসের সফলতার গল্প বলেছেন অনেক ছোট করে। কোথায় যেন পড়েছিলাম , আপনি কি হতে চাইছেন ?
আপনি আপনার জীবন কিভাবে সাজাতে চাইছেন ?
খোঁজ নেন সেই ক্ষেত্রে ইতিমধ্যে যারা সফল তাদের অনুসরণ করেন।

যদি একজন সফল এবং সৎ পথ বিজনেস করে টাকা উপার্জন করতে চান তাহলে এই বইটা আপনার জন্য।
আসলে কোন কথা ,কোন উপদেশ আপনার মাইন্ড সেটাপ হয়ে গিয়ে নিজে নিজেকে মোটিভেট করতে পারবেন তা আসলে বলা মুশকিল। এই জন্য ভালো কথা শোনা খুব জরুরী।

প্রশ্ন আসতে পারে তার মানে এই বই শুধুই কি যারা ব্যবসা করতে চাইছে তাদের জন্য ?

উত্তরে আমি বলবো না। কিভাবে যেন ব্যবসাটা আমাদের ব্যক্তি জীবনের সাথে অনেক মিলে যায়।
বিজনেস মানে মানুষের সাথে যেমন ডিল করা একটা ইতিবাচক মানুষিকতা থেকে ঠিক সংসার জীবন টাও তো এমনি তাইনা। এখানে আছে সময় ব্যবস্থাপনা যা জীবনে শেখা অনেক জরুরী।

এখানে বলা আছে দান করার উপকারিতা , যাকাত , বিজনেসের হালাল পথ। অনেক সময় টাকা রোজকার করতে গিয়ে আমরা না বুজে হারাম কাজ বা গুনা করে ফেলি।
এই বইয়ে বার বার উল্লেখ করা আছে কিভাবে হালাল ভাবে বিজনেস করে শ্রেষ্ট ধনী হওয়া যায়।

যারা বিশ্বের নাম করা ধনী। টাকা রোজকার করছে কিভাবে? কোন যায়গা থেকে চেষ্টা করে আজ এই পর্যন্ত এসেছে তাদের কিছু বাস্তব জীবনের অভিজ্ঞতা ওনারা সংক্ষিপ্ত করে উল্লেখ করেছেন। যা পড়ে আপনার ভিতরে এক ইতিবাচক ভাইব তৈরী হবে।

বইয়ের নাম : সম্পদ গড়ার কৌশল
দাম :২৩০ টাকা
লেখক: উমার সৌল
অনুবাদক: আশিক আরমান নিলয়
বিষয়: ধর্মীয় বই: আত্ম-উন্নয়ন/মোটিভেশন

Add Comment

Click here to post a comment

ads