ভোরের বাতাস স্পর্শ করা মানেই আমি আমাকে খুঁজে পাওয়া
ভোরের বাতাস ছুঁয়ে দেখেছেন ?এই একটা সময় নির্দ্বিধায় নিজেকে নিয়ে খোঁজ করা যায়।
ভোরের বাতাস ছুঁয়ে দেখেছেন ?এই একটা সময় নির্দ্বিধায় নিজেকে নিয়ে খোঁজ করা যায়।
নিজেকে স্পর্শ করা যায়। স্বপ্ন গুলির সাথে খেলা করা যায়। নিজেই নিজের কাজে খুশি হওয়া যায়। সকাল মানেই অন্য কিছু।
ভোরের আলো মানেই আমি আমাকে দেখা।
বইয়ে পড়েছিলাম গ্রীস্মকালে দিন বড় হয়। গত দুইদিন থেকে তা আমি উপলব্ধি করছি। সাধারণত আমি সাড়ে পাঁচটায় বারান্দায় গেলে সাড়ে ছয়টা পর্যন্ত থাকি কিন্তু এখন ৬ টায় আর বসা যায় না।সূর্য একদম মুখে এসে পড়ে। কিছুদিন আগেও ভোর ৪.৩০ কিছুই দেখা যেত না, এখন বেশ আলো হয়ে যায়। আজকের ভিডিওটা নিয়েছি ৪.৪০ যখন ঘড়ির কাঁটা তাতেই কত আলো আপনারা দেখলেই বুজবেন।
খাবার না খেলে শুধুমাত্র রিভিউ শুনে যেমন এর সম্পর্কে কিছুই বলা যায় না। এমনকি উপলব্ধিও করা যায় না, ঠিক ভোরে না উঠলে এর ভালো লাগা কখনো উপলব্ধি করা যাবে না।বইয়ের পাতায় অনেক উপকারের কথা হয়ত শুনবেন কিন্তু না উঠে এর ফ্রেশ বাতাস শরীরে স্পর্শ না করলে ,,কল্পনায় এর সাথে সম্পর্ক তৈরী না করলে, বুজতে পারা যাবে না , আসলে ভোরে উঠার ফায়দা কি ?
আমি চেষ্টা করছি এবং নিজের উপলব্ধি আপনার সাথে শেয়ার করার একটাই উদ্দেশ্য সবাইকে অনুপ্রেরণা দেওয়া। নিজের বাস্তব যাত্রা একদম লাইভ প্রতিদিন বলছি ,বিষয়টা এমন নয় গত মাসের চেষ্টা এখন লিখছি। প্রতিদিনের আপডেট প্রতিদিনই দিচ্ছি, যেন সাহস করে আপনারাও একবার ভোরকে ছুঁয়ে দেখেন।
আলহামদুলিল্লাহ আজকে বিশ দিন
২৫/৫/২২
Day twenteen
Morning Goal 4.30 am
Add Comment