আত্মউন্নয়ন অনুশীলন

বাংলা বই রিভিউ । দ্য লাইফ চেঞ্জিং ম্যাজিক অব টাইডিং আপ

দ্য লাইফ চেঞ্জিং ম্যাজিক অব টাইডিং আপ
দ্য লাইফ চেঞ্জিং ম্যাজিক অব টাইডিং আপ

বাংলা বই রিভিউ লিখতে গিয়ে আমি একটা কথা সবসময় বলি।
বই না পড়লে আসলে এর আসল কাহিনী কিছুই বুজতে পারা যায় না।
কারণ একটা বিষয় যে কত কিছুর সাথে জড়িত। যেমন এর নাম শুনেই মনে হয় জীবন সুন্দর ,
বা ঘর সুন্দর করে গুছিয়ে রাখা হয়ত শেখাবে

যদি কেউ চায় তার জীবন সাজাতে পারবে এই বই যদি নিজের জীবনে এপ্লাই করতে পারে

আমি যখন বই পড়ার জন্য কিনি তখন চেষ্টা করি সামান্য জানার এর মূল বিষয়টা আসলে কি।
এর নাম দেখে বা বিষয়বস্তু পড়ে মনে হয়েছে এত ঘর সুন্দর কিভাবে রাখতে হয় তা নিয়ে লেখা।
আর আমার সংসার জীবনের অনেকটা সময় যায় এই ঘর বাড়ী পরিপাটি করতেই।

কিন্তু জানেন এত সময় দিয়েও আমি কোনদিন মানুষিক স্বস্তি পাইনা।
কারণ ২/৩/৪ ঘন্টা সময় দিয়ে যখন এক কর্নার বা ঘরের কোন যায়গা গুছাই তখন কিছুটা ভালো লাগে আবার কয়েকদিন পর যা তাই।
মেইনটেইন করা যেন আমার জন্য আরো কষ্টের।
যে এনার্জি আমি দেই তা আসলে আবার সপ্তাহ পরেই দিতে বেশ হাপিয়ে উঠি।

 

আচ্ছা আপনার সাথে কি কখনো এমন হয়েছে ? যে ঘরটা গুছাইলাম আমার দুদিন পর অগোছালো তখন ভাবি আর পারব না।
এলোমেলেই থেকে যায় কিছুদিন।  আবার মেজাজ খিটখিটে হয় ,এলোমেলো দেখে দেখে।  শুরু করি আবার গুছানো।  এভাবেই চক্রাকারে চলতে থাকে গুছানো।
সাথে সম্পর্ক গুলিও কেমন খারাপ প্রভাব পড়ে। মনে হয় এই অগোছালো পিছনে মনে হয় পরিবারের অন্ন্যানরাও দায়ী।
কেন তারাও আমার মত সামান্য পরিপাটি থাকলেই বাসাটা সুন্দর থাকে।

তখন আবার তাদের বুজানো শুরু করি।  রাগ করি, যেন ঘর গুছাইতে আমাকে সাহায্য না করুক এলোমেলো না করে।
কোথাও কোন কুল কিনারা পাইনা।  না পরিবারের বাকি মেম্বারদের বুজাইতে না পারি সমসময় ঘর পরিপাটি রাখতে।
এইগুলা ছিল আমার বইটা পড়ার আগের ব্যক্তিগত সমস্যা।

 

বইটা পড়ার পর বুজতে পারলাম আসলে সব কিছুর একটা সুশৃঙ্গল নিয়ম আছে। শুধু ঘর গুছাইলেই হবে না। আমি বইটা শেষ করার পর বাসা থেকে খুব কম হলেও চার্ বস্তা জিনিস ফেলেছি।  এখনো তা এপ্লাই করা শেষ হয়নি।  এই কাজ এখনো করছি।  টুকিটাকি অনেক ফার্নিচার আপডেট করেছি।  পরিবারের আর কারো সাথেই আমার রাগ লাগে না। এর কারণ হল আমি আমাকে কিভাবে প্রাধান্য দিব তা শিখে গেছি।

দ্য লাইফ চেঞ্জিং ম্যাজিক অব টাইডিং আপ

লেখক : মারি কনডো
অনুবাদক: নুসরাত তাজরী
দাম : ৩৪৪ টাকা
আমি কিনেছিলাম  rokomari.com থেকে

ads