সকালে উঠার প্রথম সকাল
আমি আমার কাছে যে বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি লজ্জিত থাকি তা হলো ,মর্নিং বার্ড না হওয়া।
এই অভ্যাস আমার সেই ছোট্ট বেলা থেকে। আমি প্রচুর ঘুমাতে পারি।
আবার শুধুমাত্র পারি তা নয় ,খুব গুরুত্ব পায় আমার কাছে। মেয়েদের কাছে নাকি শপিং পছন্দ , আমাকে যদি বলা হয় , ইচ্ছামত শপিং নাকি কাজ থেকে মুক্তি দিলাম ঘুম।
আমি দ্বিতীয় বার চিন্তা করবোনা ঘুম কে বেঁচে নিতে।
যাক সে কথা কতবার বৃথা চেষ্টা করেছি। মনে দুর্বলতা রেখে চেষ্টা কোন কাজে আসে না।
এইবার চেষ্টার একটা কারণ আছে , ইনশাল্লাহ বলবো
বিসমিল্লাহ বলে শুরু করা প্রথম দিন
৬/৫/২২
শুক্রবার
Add Comment