আত্মউন্নয়ন অনুশীলন

নিজের জীবনের দায়িত্ব নিজেই নেওয়া উচিৎ

নিজের জীবনের দায়িত্ব নিজেই নেওয়া উচিৎ
নিজের জীবনের দায়িত্ব নিজেই নেওয়া উচিৎ

নিজের জীবনের দায়িত্ব নিজেই নেওয়া উচিৎ

নিজের জীবনের প্রতি যদি ভালবাসা থাকে তাহলে এই কাজ সহজ হয়।
অভিজ্ঞদের কথা শুনতে হয়।বই পড়তে হয়। বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে হয় আর দৃষ্টিভঙ্গী বড় করে নিজের জীবনের দায়িত্ব নিজেই নিতে শিখতে হয়।

নিজের জীবনের দায়িত্ব নিজেই নেওয়া খুবই গুরুত্তপুর্ন।
আর তা কিভাবে সম্ভব হবে তা জানতে হলে কিছুটা দৃষ্টিভঙ্গীর বদল করে পড়াশুনা করা দরকার।
আমাদের সবার জীবনে একজন খুব ভালো পরামর্শ দাতা খুব প্রয়জন কিন্তু দুর্ভাজ্ঞই বলবো ,এইটা খুব রেয়ার। তাই বই পড়ে শিখে কিছুটা বাস্তব থেকে নলেজ সংগ্রহ করে সিদ্ধান্ত নিতে হয় না হলে ,ঝড়ে তলিয়ে যাওয়া নৌকার যাত্রী হয়ে পানিতে হাবুডুবু খেতে হয়।
আলহামদুলিল্লাহ আজকে উনিশ দিন
২৪/৫/২২
Day Nineteen
Morning Goal 4.30 am

Add Comment

Click here to post a comment

ads