আত্মউন্নয়ন অনুশীলন

বাংলা বই রিভিউ Think And Grow Rich”  Book Review

think-and-grow-rich
think-and-grow-rich

বাংলা বই রিভিউ

আমি চেষ্টা করেছি নিজের মতো করে লিখতে। কিন্তু আমি বলব রিভিউ পড়ে এর ভিতরের মাত্র ১% হয়ত ধারণা করা যায়।
এর স্বাদ নিতে আপনাকে পুরা বই পড়তে হবে।

অনেক আগের কথা,এক যায়গায় আমি টাকা ইনভেস্ট করেছিলাম। তারপরেই কিছুদিন থেকে আমার মনে হচ্ছিলো এই কাজটা  ঠিক হয়নি।
কিন্তু আমার আসে পাশে বয়োজ্যেষ্ঠ,বা স্নেহভাজন সবাই বলেছে আমার কোন ভুল হয়নি।

এখনো আমার এই অনুভূতি শুনলে তারা ভীষণ রেগে যায়।
কিন্তু কেন যে মনের ভিতর খোঁচা মারতেছিলো। তারপর শুরু করলাম মানি ম্যানেজমেন্ট নিয়ে কিছুটা জানার।
সাজেশনে যা  পড়েছি বা পেয়েছি তার মধ্যে একটা বইয়ের কথা লিখি আজকে।

“ Think And Grow Rich”  Book Review

পুরাবইটা পড়ে আপনার একটা সুন্দর ধারণা তৈরী হবে কিভাবে টাকা রোজগার করতে হয় ?
মানুষিক প্রুস্তুতি কিভাবে নিতে হয় ?
কি একটা দারুন বিষয় ,   আমার ধৈর্য নেই , অধ্যাবসায় নেই আমার কষ্ট করতে ভালো লাগে না কিন্তু আমি ধনী হতে চাই।

 

সেটাতো কখনো সম্ভব নয় তবে এই অন্তর্নিহিত গুন্ গুলি যে মাইন্ড সেটাপ করে নিজের ভিতর তৈরী করা যায় তা শেখা যাবে সহজে।
আমার কাছে মনে হয়েছে এই বই আসলে মাইন্ড সেটাপ কিভাবে করতে তার একটা স্বচ্ছ ধারণা।

বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত অনেক কিছুই আমার ভিতরে স্পর্শ করেছে।  ভীষণ ভালোলেগেছে।
শুরুর দিকেই একটা লাইন
” যখন মানুষ কোন কিছুর জন্য প্রুস্তুতি নেয় ,তখনি সে তা দেখতে পায় ” .
When one is truly ready for a thing, it puts in its appearance

 

আমি খুব সংক্ষিপ্ত করে কিছু লিখি যদিও বই না পড়লে আপনারা এই রিভিউ থেকে তেমন কিছুই হয়ত খুঁজে পাবেন না
কিন্তু একটা ধারণা হবে পড়বেন কি না ?
আমরা আমাদের মনকে সাজেস্ট করেও বা মনেক নিয়ন্ত্রণ করে অনেক কিছুই অর্জন করতে পারি।

 

কল্পনা করা ,আশা করা আমাদের সিক্সসেন্স কিভাবে আমাদের নিয়ন্ত্রণ করছে সেই বিষয় এখানে উল্লেখ করা আছে।
মাইন্ড সেটাপের একটা উদাহরণ দেওয়া আছে।  মাত্র পাঁচটি পদ্ধতি অনুশীলন করে আপনি আপনার কাঙ্খিত গোল পূরণ করতে পারেন।
যেমন ধরেন আমি এক বছরের মধ্যে এতো (আপনার ইচ্ছামত )টাকা আয় করতে চাই। কিভাবে করব ?

 

১. প্রথমে টাকার এমাউন্ট একদম ফিক্সেড করতে হবে ,আনুমানিক বললে হবে না ,যেমন ৫ লক্ষ দশ লক্ষ ১ কোটি যা আপনার
নিজের প্রতি বিশ্বাস হয় আরকি।

২. দ্বিতীয় স্টেপে এই টাকা আপনি কিভাবে পেতে চাইছেন তা নির্দিষ্ট করে লিখতে হবে অর্থাৎ বিজনেস করে , ফ্রিল্যাংসিং করে ,
অথবা চাকরির পাশাপাশি অন্য কিছু হতে তা সিদ্ধান্ত নিতে হবে।

৩. তৃতীয় ধাপে একটা নির্দিষ্ট তারিখ লিখে রাখতে হবে মানে এক্সাক্ট কত তারিখের মধ্যে তা অর্জন করতে চাইছেন তা।

৪. একটা সুস্পষ্ট পরিকল্পনা করতে হবে আসলে এখন এই সময় আর এর কাজটা কিভাবে করতে পারলে আমি আমার গন্তব্যে পৌঁছাতে পারব ,
ঠিক দিনে কি পরিমাণ কাজ করলে ,কত ঘন্টা সময় দিলে আমি এই টাকা যায় করতে পারব তা লিখতে হবে।
প্রত্যেকটা পয়েন্ট কিন্তু লিখে রাখতে হবে একটা নোট করে।

লক্ষ্য ,উপায় , পরিকল্পনা যখন শেষ তখন কাজে লেগে যেতে হবে।

৫. প্রতিদিন নিয়ম করে দিনে দুইবার আপনার এই লিখাটা একটু সামান্য জোরেই নিজে নিজেকে শোনাতে হবে
কথা গুলি যাতে করে মাইন্ড ভুলে না যায় ,
এবং আপনাকে কাজ করার জন্য অনুপ্রাণিত করে।

এখন এই কাজ করতে গিয়ে যে মাইন্ড সেটাপের সমস্যায় পড়বেন তা হলো অধ্যাবসায় এর অভাব বা স্বপ্ন দেখা
বা কল্পনা করা আর আশা করার অভাব এই বিষয়গুলি কিভাবে আমরা আমাদের মনকে তৈরী করতে পারি তা সুন্দর করে লিখা আছে।

 

ads