জীবনবৃত্ত

ডিভোর্স কেন হয় ? ডিভোর্স এর কারণ

ডিভোর্স এর কারণ
ডিভোর্স এর কারণ

ডিভোর্স

শব্দটাই ভয়ংকর, লজ্জার অনেক কস্টের। কিন্তু এখন দেখি অনেক মানুষের কাছে একদম পানির মত সহজ।
এইবার গ্রামে গিয়ে খেয়াল করলাম আমি যাদের জন্ম দেখেছি তারা বিয়া করে, আবার অনেকেই আলাদাও হয়ে গেছে।

আমি অবাক হই, এরা বিয়েটাই বুজল কবে?
আমি বিষয়টা নিয়ে ভাবতেছিলাম। কেন এখন ঘর ঘরকা কাহানী হচ্ছে?

আমার কাছে এই ডিভোর্স এর কারণ যা খেয়াল করলাম ( একদম ব্যাক্তিগত মতামত,) নয় এইগুলাই সমস্যা ছিল

১. যে মেয়েটা পিতা-মাতার কাছেই সম্মান পায়নি,( কিছু কিছু মেয়ে) সে শশুড়বাড়ী এসে নিজের অধিকার আদায়ে বিদ্রোহী হয়ে উঠে।

২. যে ছেলেটা নিজের কাপড় ২০ বছরেও ক্লিন করেনি, সুস্থ থেকেও অসুস্থর মত মায়ের কাছে সেবা নিয়েছে,
সে হটাৎ বউ আসার পর মায়ের সেবায় মশগুল হয়ে উঠে। ( বউয়ের দারায় সেবা)

৩. পাশের রুমেই শুয়ে থাকা ছেলে সন্তানকে এক যুগেও মায়ের মনে হয়নি বুকে জড়িয়ে ধরি,বা পাশে বসিয়ে মাথায় হাত বুলিয়ে দেই বা দুস্টুমি করি।
ঘরে বউ আসার পর সেই মায়ের আঘাত হানে বুকে। শুরু হয় হিংসা, রাগ।

৪. ছেলে মেয়ে উভয়ই বিয়ে কি উপলব্ধি করার আগেই বসে কবুল বলে, পাশে পরিবারের মানুষ হাততালি দেয়।

৫. মেয়েটা বিয়ে মানেই, শুধুমাত্র হাসবেন্ড এর কাছে পাওয়া সুবিধাই জেনে আসে, কিন্তু তার নিজের দায়িত্ব সম্পর্কে একদম আনাড়ি থাকে।

৬. ছেলেটা বিয়ে মানেই মেন্টাল সেটাপ করেই রাখে তার সেবায় ২৪ ঘন্টা নিয়জিত কেউ বাসায় এসেছে।

৭. মেয়ের মা, মেয়েকে আগেই নেতিবাচক একটা ছোট্ট খাট ট্রেইনাপ করেই পাঠায়,
নিজের তিক্ত অভিজ্ঞতার আলোকে শশুর বাড়িতে কি কি করতে হবে?

৮. ছেলের মা একদম হাফ ছেড়ে বেচেঁই যায় এই ভাবনায় তার ছেলের একটা শক্তিশালী হেল্পার হল সাথে আমাদেরও সাহায্য করবে টুকিটাকি।

৯. ছেলে মেয়ে উভয়ই নিজের পচা অতীত রেখে আরেকজনকে খোচঁখুচি করে।

১০. বউ মানেই, ছেলেটার কাছে এমন দায়িত্ব যে নিজের পকেটের টাকা শেষ করে বাবার পকেট কেটে টাকা নিয়ে বউয়ের চাহিদা

মেটানো ,সেই অহংকারে বউয়ের আবার সেই শশুর শাশুড়িকেই বাড়ীর বোঝা মনে হওয়া।
উভয়ের এইসব সংকীর্ণ চিন্তা আর ব্যবহারেই বিচ্ছেদের পথে নিয়ে যায়।

আরও কিছু কারণ আছে। দোষ শুধুমাত্র ছেলে মেয়ের থাকে তা সত্যিই নয়, এর পিছনে পরিবারের মানুষ গুলিও ভুমিকা রাখে।
আমি যে কারণ গুলো বলেছি তা আমার দেখা আশেপাশের। তাই সবার ক্ষেত্রেই যে সত্যিই হবে তা ভাবা ভুল।

বিয়ে একটা দারুণ বিষয়, অনেক রহমত, অনেক পাপাচার থেকে বাচাঁর উপায়।
বিয়ে মানেই একটা সুন্দর জীবনের গল্প, বিয়ে মানে দায়িত্ব নেওয়া, কর্তব্য পালনে সচেতন থাকা।
এই উপলব্ধি না হলে বিয়ে করার দরকার নাই।

আলাদা হবার অনুমুতি ইসলামও আমাদের দিয়েছে তাই বলে ছেলেখেলার মত খুব ছোট খাট বিষয় নিয়েই ডিভোর্স দেওয়া খুবি অশালীন আমার কাছে।

ads