জীবনবৃত্ত

বেশি টাকা উপার্জন করার জন্য মস্তিষ্ককে কিভাবে  প্রশিক্ষন দিতে হয়

বেশি টাকা উপার্জন
বেশি টাকা উপার্জন

আমাকে অনেকেই প্রশ্ন করে আসলেকি নিজের ব্রেইন কে প্রশিক্ষন দেয়া সম্ভব , বেশি বেশি টাকা উপার্জন করার জন্য।
আমার উত্তর টা ছিল “হ্যা ” . আসেন আমি আমার গল্প বলি কিভাবে আমি আমার ব্রেইন কে প্রশিক্ষন দেই।
বেশি টাকা ইনকাম করার জন্য।
এইভাবে বলেছে  জন আশরাফ , উনার মতে চারটা ধাপ অনুসরন করতে হবে।

স্টেপ ওয়ান

আপনার গোল যদি আপনি পূর্ণ করতে চান তাহলে প্রথমে , নিজের মধ্যে এইটা স্পষ্ট  করতে হবে , সেই গোল গুলি কি কি।
যেমন ধরেন , আপনি প্রতি মাসে ১০,০০০$ উপার্জন করতে চান।
যা আপনি এখন ইনকাম করছেন না। হতে পারে , আপনি সপ্তাতে , মাসে অথবা বৎসরে ১০,০০০$ ইনকাম করতে চাইলেন।
নিজের মধ্যে এই বিষয়টা ক্লিয়ার করে নিতে হবে।

স্টেপ ২

এইবার নিজে নিজে ভাবতে থাকেন , বলতে থাকেন আপনি মাসে ১০,০০০$ ইনকাম করছেন। এই অনুভূতি নিজের মধ্যে ক্রিয়েট করতে হবে যে , আমি অনেক খুশি এবং কৃতজ্ঞ যে আমি এখন প্রতি মাসে ইনকাম করছি।
এই সাধারন বিবৃতি টাই সকালে ঘুম থেকে উঠে ৫/১০ বার মনে মনে বলতে হবে এবং একেই ভাবে ঘুমাতে যাবার আগে ৫/১০ বলতে হবে।
যখন নিজের মন বার বার এই বিষয়টা প্র্যাক্টিস করবে তখন ভাবতে থাকবেন ,আপনার একাউন্টে টাকা জমা হচ্ছে, আপনি আপনার মতো করে খরচ করতে পারছেন।

স্টেপ ৩

ভিজুয়ালাইজেশন। এর অর্থ হলো মনের চোখ দিয়ে কিছু দেখা। মনে মনে ছবি আঁকা। এইবার মনের চোখে দেখতে থাকেন এই টাকা মাসে ইনকাম করতে পারলে আপনি কি কি করবেন। কোন ব্রান্ডের গাড়ি চালাবেন। বাড়ী বানাবেন কিভাবে। বন্ধুদের সাথে উঠা বসা।
দান করবেন কোথায় কত টাকা।
একেবারে হলিউড মুভির নায়ক নায়িকাদের মতো নিজের মধ্যে নিজে নিজে অভিনয় করতে হবে।
অথবা একটা সুন্দর বাড়ির ছবি , গাড়ির ছবি রুমের একটা জায়গায় লাগিয়ে রাখেন আর ভাবতে থাকেন এমন লাইফ স্টাইল হবে।

স্টেপ ৪

নিজেকে প্রতিদিন একটা প্রশ্ন করতে হবে।  এই টাকা ইনকাম করতে আমাকে কি করতে হবে।
প্রত্যেকটা দিন সেই কাজ একটু বাস্তবে তৈরি করতে  এক বা দুই কর্ম পদক্ষেপ নিতে হবে এবং সেই কর্ম সম্পুন্ন করতে হবে। ।

সুতরাং মানসিক রিহার্সাল ,শারীরিক কর্ম, visualisations হল আপনার আর্থিক লক্ষ্যগুলি অর্জনের জন্য আপনার মস্তিষ্ক প্রারম্ভিক শুরু করার সেরা উপায়।

ওনার কিছু মোটিভেশনাল উক্তি

 

” সাফল্যের জন্য সবচেয়ে শক্তিশালী কারন হল আত্মসম্মান: বিশ্বাস করেন আপনি এইটা করতে পারেন , বিশ্বাস করেন এইটা আপনার প্রাপ্য , বিশ্বাস রাখেন আপনি এইটা পাবেন। ”    জন আশরাফ

 

” নিজেকে বিশ্বাস করতে হবে, যখন অন্য কেউ আপনাকে করবে না ”    জন আশরাফ

 

” হতে হবে উদ্দেশ্যপূর্ণ । ধৈর্য ধরুন, এবং সক্রিয় থাকুন”     জন আশরাফ

 

ads