জীবনবৃত্ত

পড়ার কৌশল, দীর্ঘ সময় কিভাবে পড়তে পারি ?

পড়ার কৌশল
পড়ার কৌশল

Pomodoro পদ্ধতি ব্যবহার করে আমরা দীর্ঘ সময় মনোযোগ সহকারে পড়তে পারি। পোমোডরো পদ্দতি হচ্ছে সময় কে কৌশলের সাথে ব্যবহার করা।  Francesco Cirillo এই পদ্ধতি টাকে তৈরি করেন।

কিভাবে করতে হয় ?

ঘড়িতে অ্যালার্ম দিবো ১৫ মিনিটের জন্য।  এই সময় টাতে মোবাইল অফ করে রাখতে হবে , ল্যাপটপ অফ থাকবে , সকল প্রকার শব্দ থেকে বিরত থাকবো। অ্যালার্ম না বাজে পর্যন্ত পড়াশুনা করবো। এই ১৫ মিনিটে সম্পূর্ণ মনোযোগ পড়ার মধ্যে থাকবে , যতটুকু বা যে টপিকস পড়ি না কেন। অ্যালার্ম বাজার পর ৫ মিনিট বিরতি নিবো। এই ৫ মিনিট হাঁটাচলা করা, কফি নেওয়া , মিউজিক হতে পারে , যেটা আমি লাইক করি, শুধু মাত্র এই ৫ মিনিট পড়াশুনা থেকে দূরে থাকতে হবে। তারপর একেই পদ্ধতির পুনরাবর্তী করতে হবে।  এইভাবে ২-৪ পোমোডরো নেবার পর লম্বা বিরতি নিতে হবে।

এইভাবে দীর্ঘ সময় পড়াশুনা করা যায়।

উইকিপিডিয়াতে পড়লাম ,মানুষ পড়াশুনায় মনোযোগ, ৫-২০ মিনিট রাখতে পারে। তারপর কিছু সাধারণ বৈশিষ্ট ক্লান্তি, ক্ষুধা, গোলমাল, এবং মানসিক চাপ, অনাগ্রহ দেখা দেয়। কিন্তু আমাদের তো আরো সময় পড়তে হবে, তাই পোমোডরো পদ্ধতি উত্তম , দীর্ঘ সময় পড়াশুনার জন্য।

পড়ার কৌশল !

অল্প সময় ভালো রেজাল্ট পেতে কৌশল অবলম্বন করা খুবেই দরকার। তাই এই পদ্ধতি আমি মনে করি এফেক্টিভ সাথে খুবেই কার্যকর।

 

ads